Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাট-বাজর

রামু উপজেলায় ৩২টি হাট-বাজার রয়েছে। এর মধ্যে রামু বাজার, কলঘর বাজার, কাউয়ারখোপ বাজার, পানিরছড়া বাজার, গর্জনিয়া বাজার, ঈদগড় বাজার, জোয়ারিয়ানালা বাজার এবং ফকিরহাট বাজার উল্লেখযোগ্য।প্রতিটি বাজার থেকেই জনগন উপকৃত হচ্ছেন। শুধু যে যে ইউনিয়নের বাজার সে ইউনিয়নের জনসাধারনই ঐ বাজার থেকে ক্রয় বিক্রয় করছে, বিষয়টি এ রকম নয়, বরং এক ইউনিয়নের বাজারে অন্য আশপাশের যে কোন ইউনিয়নের লোকজন আসছে, তারা তাদের নিজেদের সুবিধামত সামগ্রী ক্রয় বিক্রয় করছে। হয়ত দেখা গেল সপ্তাহের কোন একটি দিনে কোন এক ইউনিয়নের বাজারে হাট বসেছে তখন হয়ত পাশের কোন এক ইউনিয়নের বাজারে হাট বসছে না। সেদিন ঐ ইউনিয়নের লোকজন পাশের ইউনিয়নের হাটে যাচ্ছেন। সেখান থেকে তাদের প্রয়োজনীয় পন্য সামগ্রী ক্রয় বিক্রয় করছেন। ঠিক এমনিভাবে প্রতিটি ইউনিয়নে হাট বাজার গুলোতে একই ভাবে পন্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। রামু উপজেলার মত করেই কমবেশ বাংলাদেশের প্রতিটি উপজেলাতে হাট বাজার গুলোতে একই ভাবে পন্য সামগ্রী কেনাবেচা হয়ে থাকে।