Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নদ-নদী

রামু উপজেলার নদী সমূহ

রামু উপজেলার নদীসমূহ রামুকে সৌন্দর্যমন্ডিত করেছে। নদীবিধৌত বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ। নদীসমূহ বাংলাদেশের সৌন্দর্যকে বহু গুনে বাড়িয়ে দিয়েছে। এই নদীতে জীবিকার্যনের পথ খুজে নিয়েছে বহু মানুষ। নদী তাদের জীবাকার্যনের একমাত্র পথ। এই নদীতীরে রয়েছে চোখ জুড়ানোে নয়নাভিরাম সৌন্দর্য, তেমনি নদীতে মাঝে মাঝে জেগে ওঠে চড়। যদিও এর ভাল খারাপ দুটি দিকই আছে তবুও এটি নান্দনিক সৌন্দর্যে ভরপুর। নদীপথে যাতায়াতকে সুগম করার জন্য রয়েছে কতশত নৌযান। নদীপথে যাত্রার যে কি আনন্দ তা নৌ ভ্রমন না করলে কখনোই অনুধাবন করা যাবে না। নদী তীরে অথবা নদীমাঝে জেগে ওঠা চড়ের সদ্যমাটিতে উর্বরতার আধিক্যের কারনে ব্যাপক ফসলের একটা সম্ভাবনাতো থেকেই যায়। পুরো বাংলারনদীগুলোর সাথে তাল মিলিয়ে রামু উপজলার নদীগুলোও যুগের পর যুগ প্রতিটি জীবের জীবন ধারনের জন্য জীবনীশক্তি প্রদান করে যাচ্ছে নিরলসভাবে। বাকখালী নদী,বড় জাংছড়ি নদী, দৌছরী নদী, ছোট জাংছড়ি নদী, গর্জ্জ নদী তারই ধারাবাহিকতা।

ক্রমিন নং নদীর নাম
০১ বাকখালী নদী
০২ বড় জাংছড়ি
০৩ দৌছরী
০৪ ছোট জাংছড়ি
০৫ গর্জ্জ