প্রাচীনকাল থেকেই রামু উপজেলা জনেগাষ্ঠী ক্রীড়ামোদী। এখানে প্রতিবছরই বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এখানকার জনপ্রিয় খেলার মধ্যে বর্তমানে ক্রিকেট ও ফুটবলের আধিপত্য দেখা গেলেও অন্যান্য খেলার মধ্যে বলী খেলা (কুস্তি) পিছিয়ে নেই প্রতি বছর বৈশাখ মাসে বিভিন্ন ইউনিয়নে এই খেলা অনুষ্ঠিত হয় । কক্সবাজার বেশ কয়েকটি খেলার মাঠ রয়েছে এর মধ্যে কক্সাবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন স্টেডিয়াম,কক্সবাজার সরকারী বালক উচ্চ বিদ্যালয় খেলার মাঠ , কক্সবাজার খিজারী স্কুল মাঠ, রশিদ নগর সিকদারপাড়া প্রাইমারি স্কুল মাঠ উল্যেখযোগ্য।
সমুদ্র দর্শণ, ঘুড়ি উৎসব, রাখাইন সাংগ্রেং খেলা এবং নৌকা বাইচ এই অঞ্চলের মানুষকে বিনোদনের উৎসবে মাতিয়ে রাখে। রাখাইন সম্প্রদায়ের পানি খেলার উৎসব ও কম নয়।
(ক)গোল্ডকাপ ফুটবল
(খ) প্রিমিয়ার ফুটবল লীগ
(গ) ১ম বিভাগ ফুটবল লীগ
কক্সবাজারশহরের নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের তালিকাঃ
কবিসংগঠনঃ কবিতা বাংলা
সাহিত্য সংগঠনঃ কক্সবাজার সাহিত্য একাডেমী
নাট্য সংগঠনঃ
কক্সবাজার থিয়েটার
ঝিনুক নাট্য কেন্দ্র
গণমুখ থিয়েটার
রিঙ্গন থিয়েটার
থিয়েটার আর্ট
হেমন্তিকা সাংস্কৃতিক সংসদ
উদীচি শিল্পী গোষ্ঠী
ঝংকার শিল্পী গোষ্ঠী
রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ
আবৃত্তি সংগঠন:
শব্দায়ন আবৃত্তি একাডেমী
অ-আ আবৃত্তি সংসদ
লোক গবেষণা প্রতিষ্ঠান:লোক বাংলা
শিশু কিশোর সংগঠন:
ঝিনুকমালা খেলাঘর আসর
সৈকত খেলাঘর আসর
ঝাউবিথি খেলাঘর আসর
বেলাভূমি আসর
সাংস্কৃতিক প্রতিষ্ঠান :
রামু ইন: ও পাবলিক লাইব্রেরী
রামু সাংস্কৃতিক কেন্দ্র
জেলা শিল্পকলা একাডেমী
জেলা শিশু একাডেমী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস