কক্সবাজার হতে রামু ২৫ কিলোমিটার পুর্বে অবস্থিত। ২১ ডিগ্রী - ১৭' উত্তর অক্ষাংশ হতে ২১ ডিগ্রী ৩৬' উত্তর অক্ষাংশ এবং ৯০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংসের মধ্যে তার অবস্থান। রামুর উত্তরে চকরিয়া ও কক্সবাজার সদর , দক্ষিণে উখিয়া ও পূর্বে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি। রামু উপজেলায় ১১ টি ইউনিয়ন আছে। রামু উপজেলা প্রশাসনের আওতায় ইউনিয়নগুলো হলঃ কচ্ছপিয়া, ফতেখারকুল, গর্জনিয়া, ঈদগড়, জোয়ারিনালা, চাকমারকুল, খুনিয়াপালং, কাউয়ারখোপ, রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি ও রশিদ নগর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস